• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বৈঠক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৮, ১০:০৭

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এ বৈঠক হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এ সময় প্রায় পৌনে দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

এ সময় বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব এম শহীদুলও উপস্থিত ছিলেন।

এদিকে, শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে একটি ঘরোয়া অনুষ্ঠানে যোগদানকালে বার্নিকাটের গাড়ি হামলার শিকার হয় বলে রোববার এক বিবৃতিতে জানায় দূতাবাস।

এতে বলা হয়, মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার, আগস্ট ৪ ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহনকারী দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। রাষ্ট্রদূত ও তার নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় রাষ্ট্রদূত, তার গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোনও ক্ষতি হয়নি। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।

এই ঘটনায় দ্রুত সাড়াপ্রদান এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh