• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৮, ১৬:১০

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। এর আগে গতকাল রোববার ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে টিকিট বিক্রি স্থগিত করে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামীকাল সকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে।

এ বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, গতকাল রোববার বাসের টিকিট দেয়ার দিন ঠিক করা ছিল। কিছু কিছু পরিবহন বাসের টিকিট দেয়া শুরুও করেছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে দূর পাল্লার বাস বন্ধ থাকায় ওই দিন বাসের টিকিট দেয়া স্থগিত করা হয়। আগামীকাল মঙ্গলবার থেকে বাসের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তাহলে এক সপ্তাহ আগে থেকেই ঈদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের ‍অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট বিক্রি করা হবে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
৩ ঘণ্টায় বিক্রি হলো ট্রেনের ১৫ হাজার টিকিট
৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
৭ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার
X
Fresh