• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আমি কেন বারবার লাইসেন্স দেখাবো’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ আগস্ট ২০১৮, ১৯:২৪
ছবি-সংগৃহীত

গেলো ২৯ জুলাই রোববার দুপুরে ঢাকার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের ওপর ওঠে যায়। এতে নিহত হন দিয়া ও করিম নামে দুই শিক্ষার্থী। ওই দুর্ঘটনায় ১০-১৫ জন শিক্ষার্থী আহতও হন। এ ঘটনায় দিয়ার বাবা ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

এ ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আজ শনিবারও তাদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান করে। রাস্তায় ট্র্যাফিক কন্ট্রোলের দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে তারা।

শিক্ষার্থীদের এই ভূমিকায় তোলপাড় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অনেকেই তাদের সমর্থন দিয়ে বলছেন, শিক্ষার্থীরা যে কাজটি মাত্র ছয়দিনে করেছেন সেটা দায়িত্ববানরা কখনই করতে পারে নাই। রাস্তায় শিক্ষার্থীরা শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। তারা দেখিয়ে দিয়েছে রাস্তায় কীভাবে শৃঙ্খলা আনতে হয়।

-------------------------------------------------------
আরও পড়ুন : শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে বিএনপি নেতা আমির খসরুর ফোনালাপ ভাইরাল
-------------------------------------------------------