• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশের গাড়িতে লাইসেন্স রাখার নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৮, ১৬:০৪

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের পর নয় দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে রাস্তায় গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চেক করছে তারা। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে লাইসেন্স পাওয়া যায়নি শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, পুলিশের ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর কোনও সুযোগ নেই। সব পুলিশেরই ড্রাইভিং লাইসেন্স আছে। পুলিশের বেশিরভাগ লাইসেন্স ডিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে আছে। তাদের লাইসেন্স সাথে না থাকার কারণে দেখাতে পারেনি। আমরা সব লাইসেন্স ফিরিয়ে দেবো। পুলিশের গাড়িতে লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজ রাখতে চালকদের নির্দেশ দেয়া হয়েছে।

গেল কয়েক দিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশ, সাংবাদিক ও ভিআইপিসহ সব শ্রেণির মানুষের গাড়ির লাইসেন্স ও কাগজপত্র দেখছেন।

এসময় লাইসেন্স না থাকা পুলিশ সদস্যের অনেক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল বুধবার লাইসেন্স না থাকায় উত্তরায় একটি পুলিশের গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা। এছাড়া পুলিশের গাড়িতে মার্কার পেন দিয়ে নানান বক্তব্য লিখতে দেখা যায়।