• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৮, ১২:৫৬

বাসচাপায় নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার, নৌমন্ত্রীর পদত্যাগ ও নয় দফা দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা।

বৃষ্টি উপেক্ষা করে ইউনিফর্ম পরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ির লাইসেন্স দেখছিলেন। পাশাপাশি নানান স্লোগান দিচ্ছেন তারা।

শাহবাগে কথা হয় আন্দোলনরত একাধিক শিক্ষার্থী সাথে। তারা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। স্কুল বন্ধ রাখুক আর খোলা থাকুক তাতে কিছু যায় আসে না। নিরাপদে পড়া লেখা করতে চাই, লাশ হয়ে বাড়ি ফিরতে চাই না। একেতো শিক্ষা উপকরণের দাম বেশি, তার ওপর বাড়তি ভাড়া। কোনও বাসে হাফ পাস নেই না। কিন্তু পুলিশরা তো বেতন পায়, তবুও তারা বিনা ভাড়ায় যাতায়াত করে। আমরা কোনও বিশৃঙ্খলতা করছি না। আমরা যৌক্তিক আন্দোলনে মাঠে নেমেছি।