• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাস নেই রাস্তায়, হেঁটেই গন্তব্যে রাজধানীবাসী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৮, ১১:২৮

রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস ও সিএনজি অটোরিকশা। যা দুই একটা রিকশা দেখা মিলছে তাতেও ভাড়া খুব বেশি।

অনেকে বাধ্য হয়ে রিকশায় উঠছেন। কেউ আবার ভ্যানে চড়ছে। কিন্তু বেশির ভাগ মানুষকে হেঁটেই নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল, মৌচাক, মালিবাগ, মগবাজার, বাংলামটর, ফার্মগেট, মিরপুর এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গেলো রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মীম ও আব্দুল করিমের। এর পর তার সহপাঠীরা আন্দোলনে নামে। ধীরে ধীরে এ আন্দোলন পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে। আন্দোলনে প্রায় কয়েক শতাধিক গাড়ি ভাংচুর হয়। পাশাপাশি কয়েকটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: এবার দোহারে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলছাত্রের
--------------------------------------------------------
বাস মালিকরা বলছেন, ঢাকার বেশিরভাগ গণপরিবহন যেহেতু ব্যক্তি মালিকানাধীন, তাই মালিকরা লোকসানের আশঙ্কায় এসব পরিবহন বের করেননি পথে।