• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাফ ভাড়া দিতে চাই বলে আমাদের বাসে নেয় না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ আগস্ট ২০১৮, ২০:০২

ছাত্ররা বাস থামাতে বললে বাস থামে না। উল্টো বাস জোরে চলে যায়। হাফ ভাড়া দিতে চাই বলে আমাদের তারা বাসে নেয় না। আমাদের আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন। কোনও রাজনৈতিক আন্দোলন না। এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নেবে।

বুধবার রাজধানীর পান্থপথে নিরাপদে সড়ক চলাচল ও বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনরত ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এভাবেই তার ক্ষোভ প্রকাশ করেন।

এ বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, আমরা আন্দোলন করছি সকলের জন্য। আমরা আশ্বাস শুনতে চাই না। আমরা বিচার চাই। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করছি। যারা মারা গেছেন তারা আমাদের আত্মীয় কিংবা স্বজন নন, তারা শিক্ষার্থী। আমাদের ভাই-বোন। আমরা ওই চালক-হেলপারের শাস্তি চাই।

নিউ মডেল ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী বলেন, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, যারা অনভিজ্ঞ, যাদের বয়স কম তারা গাড়ি চালাচ্ছে। আমরা চাই এসব বন্ধ হোক। যারা আমাদের ভাই-বোন চাপা দিয়ে মেরেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।