• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু : ৪ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জুলাই ২০১৮, ১২:০৭

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার চার আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে সোমবার রাতে আটক ওই চার আসামিকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করে র‌্যাব। আটককৃতরা জাবালে নূর পরিবহনের কর্মী।

রোববার কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন- উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী দিয়া আখতার মিম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিম। এতে আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।

এ ঘটনায় নিহত ছাত্রী দিয়া আখতার মিমের বাবা মো. জাহাঙ্গীর মামলা করেন। এ মামলায় আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে সোমবার জানানো হয়, জাবালে নূর পরিবহনের ঘাতক বাসটির চালক মাসুম বিল্লাহ, একই কোম্পানির অপর দুই বাসের চালক যুবায়ের ও সোহাগ এবং দুই বাসের চালকের সহকারী এনায়েত ও রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে রাতে থানায় হস্তান্তর করা হয়।মূল আসামি মাসুম বিল্লাহকে আজ পুলিশের কাছে হস্তান্তর করার কথা।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh