• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৮, ১৭:২৩

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে অবরোধ করে রাখা রেল যোগাযোগ ফের সচল হয়েছে। ৬ ঘণ্টা পর শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টাসের টেলিফোন অপারেটর কনস্টেবল শাহাজাহান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবরোধ উঠে যাওয়ার পর থেকে শেওড়া দিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে।

এর আগে বেলা ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শেওড়া রেলগেটে রেললাইনের উপরে অবস্থান নেয়। নিরাপত্তাজনিত কারণে দুপুর দেড়টা থেকে ঢাকার সঙ্গে সব ধরনের রেল চলাচল বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। এসময় রাজশাহী গামী সিল্কসিটির একটি ট্রেন কয়েক ঘন্টাব্যাপী আটকা পড়ে।