• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর দক্ষিণের বেশিরভাগ এলাকায় এডিস মশার লার্ভার সন্ধান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুলাই ২০১৮, ১৬:১২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় নগরীর বেশিরভাগ এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার সকালে রাজধানীতে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংসকরণ শীর্ষক এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন-‘যে সমস্ত বাড়িতে এডিস মশা শনাক্ত করা হয়েছে সেগুলো ধ্বংস করার কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এডিস মশার সংখ্যা গড়ে প্রায় এক এলাকায় প্রতি তিনটি বাড়ির একটি বাড়িতে এডিস মশার লার্ভা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এডিস মশার উপদ্রব বন্ধে সবাইকে সচেতন হতে হবে।’

মেয়র আরও বলেন- ‘গত ২৫ জুন থেকে এ কর্মসূচি চলছে। আমাদের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে বাসায় বাসায় গিয়ে লার্ভা ধ্বংস করেছে। পাশাপাশি ওইসব বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতন করেছে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব মো. শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন:

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
X
Fresh