• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের আশা করছে যুক্তরাষ্ট্র : বার্নিকাট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুলাই ২০১৮, ১২:৩২

যুক্তরাষ্ট্র আশা করে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আসন্ন নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং আসন্ন তিন সিটি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ যাতে থাকে তা নিশ্চিত করা হবে। বললেন, মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।

তিনি বলেন, আমরা আশাবাদী। আশা করি আসন্ন তিন সিটিতে নির্বাচন (রাজশাহী, বরিশাল, সিলেট) ভালো হবে। সুষ্ঠু নির্বাচনের অনেক উদাহরণ বাংলাদেশের রয়েছে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে মার্সিয়া বার্নিকাট সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে আমার ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করার কোনও সুযোগ নেই। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যা বলেছি তা আমার রাষ্ট্রেরই বক্তব্য।