• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাগর-রুনি হত্যা : মামলার প্রতিবেদন পেছালো ৫৯ বার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৮, ১২:৫৬

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫৯ বারের মতো পেছাল। নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

আজ(মঙ্গলবার) মামলার প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ঠিক করেন। এ নিয়ে গত ৬ বছরে ৫৯ বার সময় বেঁধে দেয়া হলেও প্রতিবেদন দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।