• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৮, ১১:৩৮

রাজধানীর মিরপুরের রূপনগর বেরিবাঁধ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের একজন হান্নান হাওলাদার (২২)। তার বাবার নাম সিরাজ হাওলাদার। তিনি মিরপুর এলাকায় থাকতেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর। আহত যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান জানান, সকালে একটি গার্মেন্টের স্টাফ বাস ও একটি লেগুনা রূপনগর বেরিবাঁধ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার তিনজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টি প্রার্থনায় রাজধানীতে ইসতিসকার নামাজ আদায়
রাজধানীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
রাজধানীতে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু!
X
Fresh