• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মানবতাবিরোধী অপরাধ : মৌলভীবাজারের চার আসামির রায় আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৮, ০৯:৩৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের চার আসামির রায় আজ (মঙ্গলবার)।

সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্ব তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ঠিক করেন।

আসামিরা হলেন- রাজনগর উপজেলার মাদরাসার সাবেক শিক্ষক আকমল আলী তালুকদার, আব্দুন নূর তালুকদার ওরফে লাল মিয়া, আনিছ মিয়া ও আব্দুল মোছাব্বির মিয়া। আসামিদের মধ্যে আকমল আলী তালুকদার ছাড়া বাকিরা এখনও পলাতক রয়েছেন।

গেলো ২৭ মার্চ উভয়পক্ষের যুক্তি তর্কশেষে যে কোন দিন রায় ঘোষণার (সিএভি) জন্য রাখা হয়।

গত বছরের ৭ মে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এ মামলার বিচার শুরু করে ট্রাইব্যুনাল। ৪ জুলাই সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে একাত্তরে ৫৯ জনকে হত্যা, ছয়জনকে ধর্ষণ, ৮১টি বাড়িতে লুটপাট অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

এ মামলায় প্রসিকিউশনের ১৩ জন সাক্ষীর মধ্যে পাঁচজনই একাত্তরে আসামিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ধর্ষনের শিকার।

প্রসকিউশনের পক্ষে এ মামলার শুনানিতে অংশ নেন সৈয়দ হায়দার আলী। তার সঙ্গে ছিলেন শেখ মুশফিক কবীর ও সায়েদুল হক সুমন।

আর আসামি আকমলের পক্ষে আইনি লড়াইয়ে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান শুনানি করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে ২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি হবে ৩৩তম রায়।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
যুদ্ধাপরাধের মামলায় শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ
X
Fresh