• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৮, ২২:০৬

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছ। শুরু হয়েছে ইমিগ্রেশন কার্যক্রমও।

রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা মাহফুজ আরটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুন নিয়ন্ত্রণে আসায় ইতোমধ্যে দুটি ইউনিট ঘটনাস্থল থেকে চলে এসেছে।

তিনি আরও জানান, আগুনের উৎসস্থল এবং অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
--------------------------------------------------------
আরও পড়ুন : সিলেটে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
--------------------------------------------------------

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, এটা আগুন ছিল না। এটা ছিল ধোঁয়া, যা খুব দ্রুত টার্মিনালে ছড়িয়ে পড়ে। এটা এসির ধোঁয়াও হতে পারে।

তিনি আরও বলেন, সাবধানতার জন্য কিছুক্ষণের জন্য বিমানবন্দরের অপারেশন কার্যক্রম বন্ধ ছিল, আমরা যাত্রীদেরও টার্মিনালের বাইরে বের করে দেই।

এর আগে গত বছরের ১১ আগস্ট শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ১ এ আগুন লেগেছিল। তাতে প্রায় দুই ঘণ্টা বিমান উড্ডয়নসহ টার্মিনাল ভবনের কার্যক্রম বন্ধ ছিল। অগ্নিকাণ্ডে কেউ নিহত না হলেও ৩৮ লাখ টাকার ক্ষতি হয়।

উল্লেখ্য, গত দুই বছরে বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরটিতে অন্তত ছয়বার অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
X
Fresh