• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শাহজালাল বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৮, ১৯:১০

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।

রোববার বিকেলে দোতলার ডিপার্চার বিভাগের ইমিগ্রেশনের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এনায়েত হোসেন আরটিভি অনলাইনকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : মিয়ানমার সংলাপে থাকলেও, কাজ করছে না : প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

তিনি আরও জানান, এখনও ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছুই জানা যায়নি। আমাদের কর্মীরা আগুনের উৎসস্থল খোঁজার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ ইমিগ্রেশনের পাশে কয়েকটি কক্ষ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা বিভাগ সবাইকে টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে গোটা টার্মিনাল ফাঁকা হয়ে যায়।

এসময় হজযাত্রীসহ শিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও উল্লেখ করেন তারা।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
X
Fresh