• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধসে পড়েছে নির্মাণাধীন কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক

স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ

  ১৫ জুলাই ২০১৮, ১২:২৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন প্রধান ফটক মাটিতে ধসে পড়েছে। এতে কর্মরত দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এটি ধসে পড়ে।

তাদের পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘দেয়াল ধসের সংবাদ শুনেছি। এ ঘটনায় দুই জন সামান্য আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ এপ্রিল কেরানীগঞ্জে নবনির্মিত এই কারাগারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরে ৪০৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৯৪ একর জায়গার উপর কারাগারটি নির্মিত হয়। এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম এ কারাগারটির ধারণক্ষমতা চার হাজার ৫৯০ জন। ২০০৭ সালে নির্মাণ শুরু হয় কারাগারটি।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ট্রান্সকমের ৩ কর্মকর্তা কারাগারে
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা, কাজি-সহযোগী কারাগারে
X
Fresh