• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যানের ৬ বছর কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৮, ১৫:০৬

অবৈধ সম্পদ অর্জনের দায়ে যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে ৬ বছর দণ্ডের মধ্যে দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, রায়ে দণ্ডের পাশাপাশি ওই আসামির ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জিত ১ কোটি ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম জানান, মামলার রায়ের আগে আদালত দুদকের পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

-------------------------------------------------

আরও পড়ুন : আগামীকাল আংশিক সূর্যগ্রহণ

-------------------------------------------------

২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমদের দায়ের করা মামলার এজাহারে আসামির বিরুদ্ধে ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকার সম্পদের বিষয়ে ভিত্তিহীন হিসাব প্রদান এবং ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।

মামলাটিতে ২০১০ সালের ২৫ জুলাই চার্জশিট দাখিল করে দুদক। আসামি ২০০৯ সালের ২৪ মে দুদকে সম্পদের হিসাব দাখিল করেন। যেখানে তিনি সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ২৭ টাকা ৮৪ পয়সার হিসাব দাখিল করেন।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
জাটকা ধরায় চাঁদপুরে আটক ৭ জেলের কারাদণ্ড
পণ্যের ‘নেগেটিভ রিভিউ’ দেওয়ায় কারাদণ্ড হতে পারে এক নারীর 
X
Fresh