• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হল-মার্ক চেয়ারম্যান জেসমিনকে ৩ বছরের জেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৮, ১৫:২৬

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় সাজা পেলেন হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম। তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার আগে জেসমিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১৩ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয়। তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন।

পরে সাতদিন সময় বাড়ানো হলেও নির্ধারিত ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেয়ায় ১১ ডিসেম্বর দুদক রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে।

বিচারক কারাদণ্ডের পাশাপাশি জেসমিন ইসলামকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন। সাতদিনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় গত ২২ মাস ধরে কারাবন্দি আছেন জেসমিন। তার মধ্যে এই রায়ের জন্য আজ তাকে আদালতে হাজির করা হয়।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক চুমুতে আড়াই বছরের জেল!
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
X
Fresh