• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘ভুয়া জন্মদিন’ পালনের মামলায়ও খালেদার জামিন নাকচ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুলাই ২০১৮, ১৩:৫০
খালেদা জিয়া- ফাইল ছবি

ভুয়া জন্মদিন পালনের মামলাসহ আরও একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন মামলায় জামিন নামঞ্জুর করেন।

আর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের মামলায় জামিন নামঞ্জুর করেন।

২০১৬ সালের ৩০ আগস্ট করা ‘ভুয়া জন্মদিন’ পালন নিয়ে এক নালিশি মামলায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া ২০১৬ সালের ৩ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, রাজাকার-আলবদর নেতা-কর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেয়া হয়েছে।

এই মামলায় গত বছরের ১২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পৃথক এ দুটি মামলায় গত ১৭ মে জামিন চেয়েছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, দুই মামলায় আদালতের কাছে জামিন চেয়েছিলাম। আমরা বলেছিলাম, যে অভিযোগ আনা হয়েছে তা জামিনযোগ্য। খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ। শুনানি নিয়ে আদালত জামিন নাকচ করে দিয়েছেন।

খালেদা জিয়া বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড ভোগ করছেন।

এসআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়াল
শ্রম আপিল ট্রাইব্যুনালে আজ স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
X
Fresh