• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুলাই ২০১৮, ০৮:৫৬

রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বাড্ডার সাতারকুল রোড এলাকায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ডিউটি অফিসার মো. মান্নান বিষয়টি আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর সাড়ে চারটার দিকে সাতারকুল রোড এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।

-----------------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কার আন্দোলন : ঢাবির ছাত্রী হলে রাতে বিক্ষোভ
-----------------------------------------------------------------

এদিকে এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিঞা আরটিভি অনলাইনকে বলেন, ভোরে বাড্ডা এলাকা থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুইজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে। তবে তাদের নাম বা পরিচয় বাড্ডা থানা পুলিশ জানায়নি।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh