• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি চেয়েছে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৮, ২২:৪৬

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।

জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদ আয়োজিত ‘সুরক্ষাবিধানের দায়িত্ব এবং গণহত্যা প্রতিরোধ, জাতিগত নির্মূল, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় তিনি এ সমর্থন কামনা করেন।

আজ (মঙ্গলবার) ঢাকায় এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়।

তারেক বলেন, জাতিগত নির্মুল, গণহত্যা ও সহিংসতা শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। এই সহিংসতা এবং সঙ্কটের ব্যাপকতা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।