• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের বড় অঙ্কের সহায়তা প্রয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৮, ২২:২২

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, নির্মম দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গা শরনার্থীকে সহায়তার জন্য বিশ্বের কাছে থেকে বাংলাদেশের আরও বেশি সমর্থন প্রয়োজন। রোহিঙ্গার কল্যাণে বাংলাদেশের বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রয়োজন।

আজ(মঙ্গলবার) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কিমের বাংলাদেশে দু’দিনের সফর শেষ হয়েছে।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কিম ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।