• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডোবায় নিখোঁজের একদিন পর ইমনের লাশ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুলাই ২০১৮, ১৯:০৬

রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের ডোবায় পরে নিখোঁজের একদিন পর শিশু ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) কর্মীরা ডোবার ময়লা-আবর্জনা অপসারণ করার একপর্যায়ে তার মরদেহ ভেসে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, ইমনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গতকাল রোববার দুপুরে ইমন ও হৃদয় নামের দুই শিশু খেলার সময় এই ডোবায় পড়ে যায়। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করতে পারলেও ইমনকে উদ্ধার করতে পারেননি।

ইমনের নিখোঁজের খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

নিখোঁজ ইমনের মা কুলসুম বেগম পূর্ব রসুলপুর ২ নম্বর গলির মকবুলের বাড়িতে ভাড়া থাকেন। ইমনের বাবা নেই। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার নিলয় তারার সঙ্গারচরে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
X
Fresh