• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কমনওয়েলথ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুলাই ২০১৮, ২৩:৪১

বাংলাদেশ কমনওয়েলথ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো। এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জুলাই থেকে দুই বছরের জন্য এই দায়িত্ব পেল বাংলাদেশ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত সপ্তাহে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত সংস্থার বোর্ড অব গভর্নসের এক সভায় ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ এই কমিটির সদস্য নির্বাচিত হয়।

আরও বলা হয়, কূটনৈতিক প্রচেষ্টা এবং কমনওয়েলথের কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকা খুশির ও সম্মানজনক এই ফল নিয়ে এসেছে।

কমনওয়েলথ নির্বাহী কমিটির আট সদস্য হচ্ছে সর্বোচ্চ ভূমিকা পালনকারী দেশ। এছাড়া আট সদস্য নির্বাচিত হয় বিশ্বের চারটি অঞ্চল থেকে।

অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এমন স্বাধীন দেশ নিয়ে গঠিত হয় কমনওয়েলথ। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ৫৩। সর্বশেষ সদস্য গাম্বিয়া।

এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এটি গঠিত হয়।

সংস্থাটির প্রধান হিসেবে আছেন একজন মহাসচিব। চার বছর মেয়াদে তিনি সর্বাধিক দুবার কমনওয়েলভুক্ত সরকার প্রধানদের সরাসরি ভোটে নির্বাচিত হন। তাকে সহযোগিতা করে দুজন উপ-মহাসচিব।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh