• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা শরণার্থীদের আরও বেশি সহায়তার আহ্বান যুক্তরাজ্যের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুলাই ২০১৮, ২৩:৩১

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশেষ করে শিক্ষা খাতে আরও বেশি সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

আজ(রোববার) যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড এমপি এবং জেন্ডার সমতা বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোয়ানা রোপার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।

বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ব্রিটিশ মন্ত্রী ও বিশেষ দূত তিন দিনের সফরে গত শুক্রবার ঢাকা আসেন।

ব্রিটিশ মন্ত্রী বলেন, ‘শরণার্থীদের জন্য এই বর্ষা মৌসুম ও দীর্ঘ মেয়াদে শিক্ষা ও জীবিকার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কাজ করা আরও জোরদার করতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’