• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় চালান আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুলাই ২০১৮, ১৯:৩২

ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় চট্টগ্রামে একটি পণ্য চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা।

আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ইমামগঞ্জ বাজার লেনের এমডি কাইয়েব হার্ডওয়ের স্টোরের এ চালানটির খালাস স্থগিত করে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক জানান, চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সি অ্যান্ড এফ এজেন্ট Bablu & Sons, G.D. Roushan Villa Road-20, Plot-682, CDA South Agrabad, Chittagong (AIN:301154034)।

শুল্ক গোয়েন্দার নিকট নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় পণ্য চালানটির কায়িক পরীক্ষা করা হয়। চালানটিতে তিন হাজার ৫১২ কেজি ঘোষণা অতিরিক্ত Iron Hinges Fixed Pin Without Bearing Screw পাওয়া যায়। অতিরিক্ত পণ্যের শুল্ক করাদিসহ পণ্যের সর্বমোট মূল্য ৩৫,০৩,৩৫০/- টাকা (জরিমানা ব্যতীত)।

ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদনটি ইতোমধ্যে কমিশনার কাস্টম হাউস, চট্টগ্রাম বরাবর প্রেরণ করা হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে আলুর দাম
চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আমদানিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh