• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের দায়িত্ব পুরো বিশ্বের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুলাই ২০১৮, ১৭:০৬

রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তারা বললেন, রোহিঙ্গাদের দায়িত্ব পুরো বিশ্বের, এটি কেবল বাংলাদেশের একা নয়।

আজ(রোববার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট টুইটার পোস্টে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বের জন্য একটি বড় সেবা করেছে। বৈঠকে দু’জনই রোহিঙ্গা সংকটে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

আজ রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে বিশ্ব সংস্থার এই দুই প্রধানকে স্বাগত জানান। পরে তাদেরকে নিয়ে যৌথ বৈঠকে বসেন সরকারপ্রধান। বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা।