• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খালি হাতে কি বিল পাস হয়?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৮, ১৭:৫১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক প্রধান শিক্ষকের কাছ থেকে ঘুষ নেয়ার সময় উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. হাসেন আলীকে (৫৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে ফাঁদ পেতে ঘুষের টাকাসহ নিজ অফিস কক্ষ থেকে তাকে আটক করেন দুদক কর্মকর্তারা।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তারাকান্দার রাউতনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন দুদকে অভিযোগ করেন- তারাকান্দা উপজেলা শিক্ষা অফিস তার এরিয়ার বিল প্রস্তুত করে গত ১৩ মে উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দেয়। বিল পেতে বিলম্ব দেখে তিনি উপজেলা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: রোববার গ্রাহকদের সঙ্গে লেনদেন করবে না ব্যাংক
--------------------------------------------------------

‘তখন উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মোঃ হাসান তাকে বলেন, এভাবে খালি হাতে কি এরিয়ার বিল পাস করা যায়? বিল পাস করাতে হলে তাকে এবং তার বস মোঃ কামরুল ইসলামকে ১৫ হাজার টাকা ঘুষ দিতে হবে।’

মোয়াজ্জেম হোসেন প্রথমে ঘুষ দিতে অস্বীকার করলেও, নিরুপায় হয়ে আলোচনার মাধ্যমে ১০ হাজার টাকা ঘুষ দিতে সম্মত হন।

তার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন সকল আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে ফাঁদ মামলা পরিচালনার জন্য একটি বিশেষ টিম গঠন করে।

প্রণব কুমার জানান, আজ সকাল থেকে বিশেষ টিমের সদস্যরা উপজেলা হিসাব রক্ষণ অফিসের চারদিকে ওৎ পেতে থাকেন। নিজ দপ্তরে বসে অডিটর হাসান যখন ঘুষের ১০ হাজার টাকা গ্রহণ করছিলেন, ঠিক তখনই কমিশনের বিশেষ টিমের সদস্যরা ঘুষের টাকাসহ হাসানকে হাতে-নাতে গ্রেপ্তার করে।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপ সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

এসআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
X
Fresh