• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতির সঙ্গে নতুন ১৮ বিচারপতির সাক্ষাৎ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুন ২০১৮, ১০:২৮

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতি। মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই বিচারপতিরা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।

--------------------------------------------------------------
আরও পড়ুন : ঘুষসহ ঢাকা ওয়াসার কর্মচারীকে আটক করেছে দুদক
---------------------------------------------------------------

নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে এসময় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, বিচার বিভাগ ন্যায়বিচার প্রার্থীদের শেষ আশ্রয়স্থল। নতুন বিচারপতিদের নিয়োগের ফলে দেশের বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে।

রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে এই ১৮ জনকে নিয়োগ দেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ১৮ বিচারপতি হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদার (সাবেক জেলা জজ), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, (জেলা জজ, পিআরএল ভোগরত), নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, শশাঙ্কশেখর সরকার, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, এস এম মনিরুজ্জামান, ড. কে এম হাফিজুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম ও আহমেদ সোহেল।

গত ৩০ মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগদানের পর গত ৩১ মে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এ ১৮ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর ফলে হাইকোর্টের বিচারপতির সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন :

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত

অবৈধ অস্ত্র রাখায় যুবকের যাবজ্জীবন

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
উন্নয়নে ঢাকা-থিম্পু একযোগে কাজের তাগিদ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা
রাষ্ট্রপতির সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন 
X
Fresh