• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সংসদ সদস্যের স্ত্রীর গাড়ির চাপায় মহাখালীতে প্রাণ গেল পথচারীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুন ২০১৮, ১৭:১১

মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীতে সংসদ সদস্য স্টিকার লাগানো একটি গাড়ির চাপায় পথচারীর মৃত্যু হয়েছে। গাড়িটি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলীর। তিনি কবিরহাট উপজেলার চেয়ারম্যান। তবে এসময় গাড়িতে তারা কেউ ছিলেন না। শুধু তাদের ছেলে ছিলেন।

নিহত পথচারীর নাম সেলিম। তার গ্রামের বাড়ি বরিশালে। তিনি মহাখালী এলাকায় একটি ডেভেলপার প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।

নিহত পথচারীর রক্তাক্ত দেহের পাশে গাড়ির নাম্বার প্লেট (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৬৫৫) পড়ে থাকতে দেখা যায়। এছাড়া অডি গাড়ির লগোটিও ঘটনাস্থলে পড়ে ছিলো।

নিহতের মেয়ের জামাই আরিফ ভূঁইয়া বাদী হয়ে এ ঘটনায় বুধবার কাফরুল থানায় মামলা করেছেন।

আরিফ ভূঁইয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কাজ শেষে বাসায় ফেরার জন্য বাসের অপেক্ষা করার সময় নিহত হন সেলিম।

তিনি বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি গাড়িটি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর পরিবারের। আমার শ্বশুরকে চাপা দেয়ার সময় গাড়িটি তার ছেলে সাবাব চৌধুরী চালাচ্ছিলেন।

বিআরটিএ’র তথ্য অনুযায়ী গাড়িটির মালিক কামরুন নাহার শিউলী। তিনি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী।

-----------------------------------------------------------
আরও পড়ুন : ‘আইনের বাইরে খালেদার জন্য কিছু করার ক্ষমতা সরকারের নেই
-----------------------------------------------------------

কামরুন নাহার শিউলী আরটিভি অনলাইনকে জানান, আমা‌দের ৫-৬টি গা‌ড়ি আ‌ছে। আমার ছে‌লে যে ড্রাইভ কর‌ছি‌লো এটা কে দে‌খে‌ছে। গা‌ড়ি ড্রাইভাররা চালায়। আর আমাদের গা‌ড়ি এ‌ক্সি‌ডেন্ট ক‌রে‌ছে কিন্তু আমার ছে‌লে গা‌ড়ি চালায়নি।

শিউলী জানান, আমার স্বামী একজন জনপ্রিয় সংসদ সদস্য। তিনি কবিরহাটের সন্তান হয়েও নোয়াখালী সদর থেকে এমপি হয়েছেন। আমি দুইবারের নির্বাচিত কবিরহাটের উপজেলা চেয়ারম্যান। আমার একমাত্র ছেলেকে ‘ফাঁসানোর’ জন্য তার নাম প্রচার করা হচ্ছে। গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার। ছেলের তো কোনো দোষ নেই।

তিনি বলেন, ড্রাইভার জানিয়েছে ওই পথচারী গাড়ির সামনে চলে আসায় করার কিছু ছিল না।

শিউলী বলে, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। এটি যে কেউ করতে পারেন। ইচ্ছে করে তো কেউ করেন না। এখন আমাদের পরিবারের নাম প্রচার করা হচ্ছে। দেশে তো প্রতি দিনই দুর্ঘটনা হয়। আমাদের ড্রাইভার তো ইচ্ছে করে করেননি।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
X
Fresh