• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় অধ্যাপক ডা. এমআর খান আর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৬, ১৭:৩৮

সেন্ট্রাল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও দেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার ফরিদ উদ্দিন।

ডাক্তার ফরিদ উদ্দিন বললেন, অধ্যাপক এম আর খান দীর্ঘদিন হৃদরোগ, ডায়বেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

তিনি বলেন, গুণী এ চিকিৎসকের প্রথম জানাজা রোববার সকাল ১০টা ৩০ মিনিটে হবে সেন্ট্রাল হাসপাতালে। তার দ্বিতীয় জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

ডা. এম আর খান বাংলাদেশের শিশুচিকিৎসার পথিকৃৎ। তার জন্ম ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরার রসুলপুরে।

১৯৫৩ সালে এমবিবিএস পাস করেন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিটিএমঅ্যান্ডএইচ, এমআরসিপি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিসিএইচ, ঢাকার পিজি থেকে এফসিপিএস, ইংল্যান্ড থেকে এফআরসিপি ডিগ্রি লাভ করেন।

প্রতিষ্ঠানতুল্য এই মানুষটির জীবনী স্থান পেয়েছে কেমব্রিজ থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল হু ইজ হু অব ইন্টেলেকচুয়্যালে। পেয়েছেন আন্তর্জাতিক ম্যানিলা অ্যাওয়ার্ড, একুশে পদকসহ আরো অনেক পুরস্কার।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh