• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানী থেকে জেএমবির চার সদস্য গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৮, ১৯:৩১

রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ। মঙ্গলবার রাতে দারুস সালাম বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- সিরাজুল ইসলাম সবুজ (৩২), জাহাঙ্গীর আলম আমজাদ (২৭), আব্দুল্লাহ আল মারুফ (৩০) ও আনোয়ার হোসেন (৩৫)।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম শাখা) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা নব্য জেএমবির কথিত আমির আইয়ুব বাচ্চুর সহযোগী হিসেবে সাভার ও আশপাশের এলাকায় উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই তথ্য জানিয়েছে। তাদের নামে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে ৫ জেএমবি সদস্যের কারাদণ্ড
X
Fresh