• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জামিন পেয়েছেন আসিফ আকবর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৮, ১২:০৫

তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। 

জামিন পাওয়ার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ।

এদিকে আদালত সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় আসিফের জামিন আবেদন মঞ্জুর করেন। ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন আসিফ। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে।
--------------------------------------------------------
আরও পড়ুন : এবারের ঈদে ‘সন্দীপন’
-------------------------------------------------------- 

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জামিনের শুনানি অনুষ্ঠিত হয় আজ সোমবার। এদিন সকালে আদালতে আসিফের আইনজীবী জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। 

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। গেলো মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এফডিসির কাছে আসিফের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে।
পরদিন বুধবার এই শিল্পীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন :

পিআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়াল
শ্রম আপিল ট্রাইব্যুনালে আজ স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
মঙ্গলবার স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
X
Fresh