• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঈদে লম্বা ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০১৮, ১০:৫৮
ঈদে বাড়ি ফেরা- ছবি সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবার পবিত্র ঈদ-উল ফিতরে অতিরিক্ত সরকারি ছুটি পাওয়া যাচ্ছে না। কারণ এবার রমজান মাস ২৯ দিন হলে ঈদ হবে ১৬ জুন শনিবার। ১৫ জুন শুক্রবার ও ১৭ জুন রোববার। সেক্ষেত্রে সরকারি অফিস খুলবে ১৮ জুন সোমবার।

সরকারি নিয়ম অনুযায়ী ঈদের আগে ও পরের দিন মিলিয়ে তিনদিন ছুটি দেয়া হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার ঈদ উপলক্ষে ছুটি শুধু রোববার একদিন হতে পারে।

তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদ হবে ১৭ জুন। সেক্ষেত্রে ১৮ জুন সরকারি ছুটি হবে। ১৯ জুন মঙ্গলবার সরকারি অফিস খুলবে।

তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ছুটি ঘোষণা করবে সরকার।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইংল্যান্ড দলের ১৮ হাজার টাকার পোশাকের মজুরি ১৮৮ টাকা!
--------------------------------------------------------

সরকারি কর্মকর্তা আকতার হোসেন বলেন, কিছুদিন আগেই একটা বড় ছুটি পেয়েছি। কিন্তু ঈদে আর সেটা হচ্ছে না। তাছাড়া এবার বাড়তি ছুটি পাওয়ার সম্ভাবনা তেমন নেই। ছুটি বেশি পেলে পরিবারের লোকজনের সঙ্গে একটু ভালোভাবে কাটানো যায়। তাই গত শবে বরাতের সময় যেমন লম্বা ছুটি ছিল ওই রকম ছুটি পেলে ভালো হতো।

রোজা শুরুর আগে বুদ্ধ পূর্ণিমা, মে দিবস ও শবেবরাতের সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেকেই দীর্ঘ ৯ আবার কেউ ৬ দিন ছুটি কাটিয়েছিলেন।

ছুটির বিষয় সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয় দেখে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এবারের ঈদে বর্ধিত ছুটি দেয়া হবে কিনা সে বিষয়ে এখনও আলোচনা হয়নি।

আরও পড়ুন :

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
X
Fresh