• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাজেট অধিবেশন চলবে ১২ জুলাই পর্যন্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০১৮, ১৩:৫৭

দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন ১২ জুলাই পর্যন্ত চলবে। আজ(মঙ্গলবার) সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কমিটির সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি, হুসেইন মুহম্মদ এরশাদ এমপি, তোফায়েল আহমেদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মো. ফজলে রাব্বী মিয়া এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, রাশেদ খান মেনন এমপি, আ.স.ম. ফিরোজ এমপি, মইন উদ্দীন খান বাদল এমপি এবং সভাপতির অভিপ্রায় অনুযায়ী বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি সভায় অংশগ্রহণ করেন।

আগামী ৭ জুন আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।