• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাজেটের পরপরই গত ১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুন ২০১৮, ১৮:৪২

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেট দেয়ার পর গত ১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি। এবারও বাড়বে না। দেশবাসীর জন্য এটি আমার এবারের সুসংবাদ।

সোমবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাজেট নিয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে রোহিঙ্গাদের জন্য ৪৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এবারের বাজেটে ভ্যাটকে ৯ স্তর থেকে পাঁচ স্তরে নামিয়ে আনা হবে। সর্বোচ্চ হার হবে ১৫ শতাংশ। আগামী বছর পাঁচ স্তর থেকে তিন স্তরে নামিয়ে আনা হবে ‘

তিনি আরও বলেন, ‘সিগারেট ও মোবাইল কোম্পানির জন্য করপোরেট ট্যাক্স ৪৫ শতাংশ অপরিবর্তিত থাকবে। এছাড়া ব্যাংকসহ লিস্টেড-আনলিস্টেড সব কোম্পানির ক্ষেত্রে করপোরেট ট্যাক্সের সর্বোচ্চ হার হবে ৩৭.৫ শতাংশ। এবারের বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকার কম বেশি হবে। মুল ফিগারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না।’

আগামীকাল মঙ্গলবার থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ৭ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অর্থমন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন। ৮ জুন শুক্রবার অর্থমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিনিসপত্রের দাম আরও কমবে : অর্থমন্ত্রী
‘রমজানে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে, আমরা সজাগ আছি’
নতুন বছরে বাংলাদেশের সামনে বড় ৭ চ্যালেঞ্জ
X
Fresh