• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভেজালবিরোধী অভিযানে ১২ প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০১৮, ১৯:৪৯

ভেজালবিরোধী অভিযানের রাজধানীর ১২টি বিক্রেতা প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে পরিচালিত অভিযানে পচা-বাসি, দুর্গন্ধযুক্ত খাবার বিক্রির অভিযোগে নিউ মার্কেটের আটটি ফাস্টফুডের দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা করা আটটি দোকান হলো, ক্যাপিটাল ফাস্টফুড, সৈকত, আল আমিন, ক্যাপরি, প্যানজি, ফুড পার্ক, অ্যারোমা কিংস ও ওয়েস্টার্ন ফুড। দোকানিরা স্বীকার করেন তারা সুকৌশলে ক্রেতাদের পুরনো বাসি খাবার খাইয়ে থাকেন।

ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, নিউ মার্কেটের মতো অভিজাত মার্কেটে ফাস্টফুডের নামে এ ধরনের পচা-বাসি, দুর্গন্ধময় ও দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবার বিক্রি জঘন্য অপরাধের শামিল। তাই এই ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এদিকে মেয়াদোত্তীর্ণ সেমাই, বেবি ফুড, চিপস অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে প্যাকেটজাতের পর ইচ্ছামতো তারিখ ও মেয়াদ বসিয়ে বিক্রি করায় চকবাজারে চার প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনাদায়ে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিককে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

জরিমানা করা এই চার প্রতিষ্ঠান হলো মেসার্স খোকন ট্রেডার্স, চান মিয়া স্টোর, দোহার স্টোর এবং বাংলাদেশ স্টোর। এরমধ্যে মেসার্স খোকন ট্রেডার্সকে ৪ লাখ টাকা, চান মিয়া স্টোরকে ৩ লাখ টাকা, দোহার স্টোরকে ৩ লাখ টাকা ও বাংলাদেশ স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিন দুপুরে চকবাজার ছোট কাঁটারা মার্কেটে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই দণ্ড দেন।

সারোয়ার আলম বলেন, পুনরায় এই ধরনের অপরাধ করলে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
X
Fresh