• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাদকবিরোধী অভিযান:

‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৮, ১১:১৭

গেলো দুই সপ্তাহে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।

র‌্যাব, পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোড়ালে করেছে মাদকবিরোধী অভিযান। এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রতিদিনই সারাদেশে নিহতের সংখ্যা বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবী নিহতরা সবাই মাদক ব্যবসায়ী।

গেলো রাতেই দেশের নয় জেলায় ১৪ ব্যক্তি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। এর মধ্যে রাজধানীর ভাসানটেকে তিনজন, বেনাপোলে দুজন, কুমিল্লার বুড়িচংয়ে একজন, সিরাজগঞ্জের কামারখন্দে একজন, নড়াইলে একজন, কক্সবাজারে একজন, চুয়াডাঙ্গায় একজন ও চট্টগ্রামে একজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মাগুরায় তিন ‘মাদক ব্যবসায়ীর’ লাশ পাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন গড়ে ১০টি পরিবার মাদকের কারণে মানসিকভাবে হত্যার শিকার হচ্ছে। আইনজীবীরা বলছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের বদলে যুদ্ধাপরাধীদের মতো ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা যেতে পারে।