• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রায়েরবাজারে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী-সন্তান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মে ২০১৮, ১২:৩১

রাজধানীর রায়েরবাজার মেকাপখান রোডের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাজমিস্ত্রী মো. বাবু (৩০), তার স্ত্রী ময়না আক্তার (২৫) ও তাদের তিন বছরের ছেলে মাহিন।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাবুর ফুফাতো ভাই আব্দুল মান্নান জানান, স্ত্রী সন্তান নিয়ে বাবু রায়েরবাজার মেকাপখান রোডের একটি তিনতলা বাসার নিচতলায় ভাড়া থাকেন। তাদের ঘরে একটি গ্যাস সিলিন্ডার আছে। সিলিন্ডারের মুখের নাট নষ্ট ছিল। রাতে সিলিন্ডারের মুখ ঠিক করার সময় গ্যাস বের হতে থাকে এবং সারাঘরে ছড়িয়ে পড়ে। এসময় রান্না ঘরের ভিতরের চুলা জ্বলছিল। চুলা থেকে আগুন সারাঘরে ছড়িয়ে পড়লে তারা তিনজন দগ্ধ হন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১১টার দিকে তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : মিয়ানমার প্রেসিডেন্টের ক্ষমা পেলেন বাংলাদেশ ফেরত ৫৮ রোহিঙ্গা
--------------------------------------------------------

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল জানান, একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে শিশু মাহিনের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রীর বুক, দুই হাত, মুখ ও পা ঝলসে গেছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
ভাষানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু
X
Fresh