• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক
  ২৭ মে ২০১৮, ১৮:৩২

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শান্তিরক্ষীরা দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৈনিক আরজান হাওলাদার, ৩৪ ই বেঙ্গল (ফরিদপুর) ও সৈনিক (টিএ) মো. রিপুল মিয়া, ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারি (রংপুর)।

আহতরা হলেন, সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ, ৩৪ ই বেঙ্গল (ফরিদপুর) ও সৈনিক মো. মজাহিদুল ইসলাম, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি (নওগাঁ)।

--------------------------------------------------------
আরও পড়ুন : ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক, যেকোনো থানায় অভিযোগ
--------------------------------------------------------

এ সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। কনভয়ের কাঠ বহনকারী একটি ভারী যান নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানীতে পাঠানো হয়েছে।

হতাহতরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য।

এ ব্যাটালিয়নটি ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

ওই দেশে কর্মরত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh