• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন বেআইনি নয়: হাইকোর্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৮, ১২:৪৯

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন বেআইনি নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বিইআরসি, বিইআরসির চেয়ারম্যান ও বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সাধারণ গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫ দশমিক ৩ শতাংশ, ইউনিট প্রতি ৩৫ পয়সা বৃদ্ধি করে গত বছরের ২৩ নভেম্বর সিদ্ধান্ত নেয় এনার্জি রেগুলেটরি কমিশন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাকায় ছিনতাইকারী-অজ্ঞানপার্টির ৬১ সদস্য আটক
--------------------------------------------------------

বিইআরসির ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২৩ মে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ইঞ্জিনিয়ার মোবাশ্বের হাসান এ রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসি গণশুনানি করে।

প্রসঙ্গত, বর্তমান সরকারের গত ৯ বছরে বিদ্যুতের দাম ৮ বার বেড়েছে। সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় গড়ে ৬ দশমিক ৯৬ শতাংশ। এর আগে বিগত মহাজোট সরকারের আমলে ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মহাজোট সরকারের আমলে সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে বিদ্যুতের খুচরা দাম ১৫ শতাংশ এবং পাইকারি দাম ১৬ দশমিক ৯ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে ২০০৯ সালের ডিসেম্বরে শুধু আরইবি গ্রাহকদের বিদ্যুতের মূল্য ৬ দশমিক ৫৭ শতাংশ বাড়ানো হয়। এরপর ২০১০ সালের মার্চে আরইবি ছাড়া অন্যান্য সংস্থার গ্রাহকদের গড়ে ৬ দশমিক ৩২ টাকা শতাংশ দাম বাড়ানো হয়। তৃতীয় দফায় ২০১১ সালের ফেব্রুয়ারিতে শতকরা ৫ ভাগ খুচরা দাম বাড়ানো হয়। একই বছর ডিসেম্বরে চতুর্থ দফায় ১৩ দশমিক ২৪ শতাংশ, পঞ্চম দফায় ২০১২ সালের ফেব্রয়ারি মাসে ৭ দশমিক শূন্য ১ শতাংশ এবং ষষ্ঠ দফায় ২০১২ সালের ১ মার্চ ৬ দশমিক ২৫ শতাংশ খুচরা দাম বাড়ানো হয়।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh