• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রতিদিন সিটিং ভাড়া দিয়েও ২৮ শতাংশ যাত্রী দাঁড়িয়ে যাতায়াত করেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০১৮, ১৬:২৭

রাজধানীতে বেসরকারি বাস সবকটি এখন রাতারাতি সিটিং সার্ভিস বনে গেছে। সিটিং সার্ভিসের নামে দরজা বন্ধ করে এখন ৯৬ শতাংশ বাস চলছে। ৯২ শতাংশ যাত্রী প্রতিদিন যাতায়াতে দুর্ভোগের শিকার হন। ৯৮ শতাংশ যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের শিকার হন। ৬২ শতাংশ যাত্রী চলন্তবাসে উঠানামা করতে বাধ্য হন। সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া দিয়েও ২৮ শতাংশ যাত্রী দাঁড়িয়ে যেতে বাধ্য হন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির গণপরিবহনের ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপ-কমিটির ৫টি টিম গেলো ৬ দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করে। পরে শনিবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।

জরিপটি ৫৫৭ জন বাসযাত্রী, ১৮৫ জন অটোরিকশার যাত্রী ও ৫৬ জন ট্যাক্সি ক্যাব যাত্রীর সঙ্গে কথা বলে করা হয়।

জরিপে বলা হয়, নগরীর মাঝপথের যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এসব বাসগুলো সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে কোম্পানি কর্তৃক নির্ধারিত অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে করে রমজানে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।