• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজ ডিলিট ডিগ্রি গ্রহণ করবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ মে ২০১৮, ১০:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার পশ্চিমবঙ্গের আসানসোল শহরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৬তম বিশেষ সমাবর্তনে ডিলিট ডিগ্রি গ্রহণ করবেন।

নজরুলজয়ন্তীতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই সমাবর্তন উৎসবের আয়োজন করেছে।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সফরে কলকাতা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বিশেষ হেলিকপ্টারে চলে যান রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বীরভূমের শান্তিনিকেতনে। সেখানে গিয়ে প্রথমে বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে যোগ দেন। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

--------------------------------------------------------
আরও পড়ুন : জুতার ভেতর মিললো ১ কেজি সোনা
--------------------------------------------------------

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের পর শান্তিনিকেতনে বহু প্রতীক্ষিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভবনটি বাংলাদেশের অর্থায়নে নির্মাণ হলেও জমি দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পরে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঘুরে দেখেন ঠাকুরবাড়ি।

রাতে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির রাজভবনে দেওয়া নৈশভোজে অংশ নেন।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ৩১ ছাত্রীর কুপ্রস্তাবের অভিযোগ
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
X
Fresh