• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জর্জিয়ায় সিনেট নির্বাচনে বাংলাদেশি শেখ রহমানের জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১০:৩৪

বাংলাদেশের শেখ রহমান যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার সিনেট নির্বাচনের বাছাইপর্বে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত বাছাইপর্বের এ নির্বাচনে তিনি ৪ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম অপর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কার্ট থম্পসন পেয়েছেন ২ হাজার ১১৭ ভোট। টমসন ১৪ বছর ধরে এ পদে অধিষ্ঠিত আছেন।

প্রাপ্ত ভোটের সংখ্যা ৪ হাজার দুইটির মধ্যে শেখ রহমান ৬৮ শতাংশ ভোট পেয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : অতিরিক্ত জেলা জজ হলেন ৬৯ বিচারক
--------------------------------------------------------

বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী শেখ রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে আসেন। শেখ রহমান একমাত্র বাংলাদেশি, যিনি ডেমোক্রেটিক পার্টির নির্বাহী কমিটির একজন সদস্য।

আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনে রিপাবলিকান দলের কোনো প্রার্থী না থাকায় আগামী নভেম্বরে নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত। জয়ের মধ্য দিয়ে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি সিনেটর।

শেখ রহমান এ বিজয়কে বাংলাদেশিদের বিজয় বলে উল্লেখ করেছেন। তিনি জানান, নিজের জন্য নয় আমি এখন অন্যান্য ডেমোক্রেটিক প্রার্থীর বিজয়ের ব্যাপারে কাজ করব।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh