• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জুতার কারখানায় অগ্নিকাণ্ডে আহত এক শ্রমিক মারা গেছেন

আরটিভি অনলাইনরিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১০:০৩

গেলো শুক্রবার রাতে রাজধানীর বংশালে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চার শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম রফিকুল ইসলাম (২৫)।

তিনি বুধবার রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিঞা আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। বংশালে জুতা কারখানার অগ্নিকান্ডে তার শরীরের ৫০ ভাগ পুড়ে যায়।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় রফিকুলসহ চার জন অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। বাকিরা হলেন, নাঈম (২০), ফারুক (২৮) ও মাহবুব (১৬)।

শুক্রবার রাত সোয়া ১টার দিকে রাজধানীর বংশালে আগামাসি লেন মসজিদের পাশে জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘণ্টার বেশি সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে ৩টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে প্রচন্ড ধোঁয়া ছিল।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে প্রাণ গেলো যুবকের
নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭
চকবাজারে জুতার কারখানায় আগুন
কবি নজরুল কলেজের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
X
Fresh