• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিটিসেলকে পরিশোধ করতেই হচ্ছে ১২৮ কোটি টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৮, ১৫:৩৬

দেশের সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর সিটিসেলকে বিটিআরসির প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা অনতিবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সিটিসেলের এক আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বকেয়া পরিশোধে সিটিসেলকে এক মাস সময় দিয়েছিলেন আদালত। বেধে দেয়া সেই সময় অতিবাহিত হলে সিটিসেল আবারও সময়ের আবেদন করলে তা খারিজ করে দিয়ে এই রায় দেন আপিল বিভাগ।

আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই রাকিব। সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম।

গত ৫ মার্চ এই টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তবে আবারও সময় আবেদন করলে আদালত আজ তা খারিজ করে দেন। যার ফলে বিটিসিএলের প্রাপ্ত এই টাকা পরিশোধ করতেই হচ্ছে সিটিসেলকে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ মাসেই ২০৩ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ
ড. ইউনূসকে ১১৯ কোটি টাকা কর দিতেই হবে
রমজানের জন্য রাখা ১ লাখ টন চিনি পুড়ে ছাই
‌‘ঋণের সুদ পরিশোধে কিছুটা চাপে আছে দেশের অর্থনীতি’
X
Fresh