• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্বজন-বিআরটিসির বাস চালকের জামিন নামঞ্জুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৮, ১৭:১২

দুই বাস চালকের রেষারেষিতে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত কাটা পড়ার পর গ্রেপ্তার হওয়া চালকদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে বিচারক বিআরটিসি বাসচালক ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের চালক খোরশেদকে (৫০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম রোববার দুপুরে এই আদেশ দেন।

বিআরটিসি বাসচালক ওয়াহিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ ইউনুস ও স্বজন পরিবহনের চালক খোরশেদের পক্ষে হেলালউদ্দিন পাটোয়ারী আদালতে জামিন আবেদন করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্ত্রীর মামলায় মডেল আসিফের জামিনের সময় বৃদ্ধি
--------------------------------------------------------

গত ৩ এপ্রিল বিআরটিসি ও স্বজন পরিবহনের বাস চালকের রেষারেষিতে হাত হারান সরকারি তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

গত ৮ মে রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশটি দিয়েছিলেন। এরপর এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। কিন্তু বিআরটিসি ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১০ মে আপিল আবেদন করে। এ বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দেবে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম বায়জিদ। রাজীবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়াল
শ্রম আপিল ট্রাইব্যুনালে আজ স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
মঙ্গলবার স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
X
Fresh