• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতীয় ভিসা এখন সিলেট-বরিশাল-ময়মনসিংহেও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৮, ১৮:১৯
প্রতীকী ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠু ও সহজলভ্য হচ্ছে। এ লক্ষ্যে ভারতীয় হাই কমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হাই কমিশন বলছে, পর্যটক ভিসার জন্য আবেদনকারীদের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই। আগামী ২০ মে থেকে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তে সরাসরি আবেদন জমা দেয়া যাবে।

আইভিএসিগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রিমান্ড শেষে এমপি রানাকে কারাগারে পাঠালেন আদালত
--------------------------------------------------------

নতুন এই ব্যবস্থা গত বছর চট্টগ্রামে ৯ জুলাই, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর এবং ঢাকা আইভিএসি-তে (মিরপুর-১০) ১০ অক্টোবর তারিখে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ।

এটি একইভাবে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তেও চালু করা হচ্ছে।

ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
সরকারি জমিতে হিজড়াদের প্রথম মসজিদ
X
Fresh