• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৮৭ লাখ টাকার রাজস্ব সুরক্ষা করল শুল্ক গোয়েন্দারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০১৮, ২১:২৬

চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার সক্রিয় কার্যক্রমে জরিমানা ছাড়াই প্রায় ৮৭ লাখ টাকার রাজস্ব সুরক্ষা হয়েছে। ঢাকার এম এম ট্রেডিং শতভাগ মিথ্যা ঘোষণা দিয়ে এই পণ্য আমদানি করেছিল।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার এমএম ট্রেডিংয়ের বি/ই নং 653629, তারিখ 03/5/2018 এর মাধ্যমে Thermometer ঘোষণায় আমদানিকৃত চালানটির খালাস অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে স্থগিত করা হয়।

চালানটি খালাসের দায়িত্বে ছিল সি অ্যান্ড এফ এজেন্ট জে এইচ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের। কিন্তু নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় চালানটির কায়িক পরীক্ষা করা হয়।

আমদানি ঘোষণায় Thermometer 576000 pcs এর কথা বলা হয়। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া যায় Playing card 457380 pcs এবং Thermometer 2880 pcs.

নগণ্য সংখ্যক Thermometer(CD: 5%) ছাড়া সম্পূর্ণ চালানটিই ছিল Playing Card(CD:25%) এর। পণ্য চালানটি ঘোষণা বহির্ভূত হওয়ায় প্রযোজ্য শুল্ক-করাদি আরোপিত হবে।

এদিন অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, শুল্ক গোয়েন্দার এই পদক্ষেপের ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব সুরক্ষিত হয়েছে।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
X
Fresh